Logo
×

Follow Us

খবর

আবু সাঈদ খানকে আহ্বায়ক করে গঠন হলো ‘ফরিদপুর লেখক আর্কাইভ’

Icon

নিউজ ডেক্স

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:১৯

আবু সাঈদ খানকে আহ্বায়ক করে গঠন হলো ‘ফরিদপুর লেখক আর্কাইভ’

আবু সাঈদ খান ফাইল ছবি

বৃহত্তর ফরিদপুরের কবি-সাহিত্যিক-লেখকদের বই, ছবি, জীবন বৃত্তান্ত সংগ্রহ, সংরক্ষণ এবং সংশ্লিষ্ট লেখকদের বইয়ের লাইব্রেরি স্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা করেছে ‘ফরিদপুর লেখক আর্কাইভ’ নামের একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সভায় ফরিদপুর লেখক আর্কাইভের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে এর লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ গবেষক আবু সাঈদ খানকে।

আবু সাঈদ খানের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন- অধ্যাপক এম এ সামাদ, লেখক মফিজ ইমাম মিলন, হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক পান্না বালা, হাসানউজ্জামান, শিক্ষক মৃধা রেজাউল, হারুন অর রশীদ ও স্বেচ্ছাসেবী তাহিয়াতুল জান্নাত রেমি।

লেখক আর্কাইভের আহ্বায়ক কমিটিতে মফিজ ইমাম মিলনকে সদস্য সচিব ও পান্না বালাকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রফেসর আ ন ম আবদুস সোবহান, প্রফেসর আলতাফ হোসেন, বদিউজ্জামান চৌধুরী ভাদু, রবীনদ্রনাথ অধিকারী (গোপালগঞ্জ), অ্যাডভোকেট আলী আহমেদ (শরীয়তপুর), মোহাম্মদ শাহজাহান খান (মাদারীপুর), মজিবুর রহমান মুজিব, ড. তপন বাগচী, ড. মাসুদ রেজা , আবুল কালাম আজাদ, বাবু মল্লিক (রাজবাড়ী), পাশা খন্দকার, খন্দকার মাহফুজুল আলম মিলন , পান্না বালা , জাহাঙ্গীর খান, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, মৃধা রেজাউল, হাসানউজ্জামান, মনিরুল হক মিঠু, হারুন অর রশিদ ও তাহিয়াতুল জান্নাত রেমি। আগামী ১৫ দিনের মধ্যে ‘ফরিদপুর লেখক আর্কাইভ’ এর গঠনতন্ত্র প্রণয়ন ও ফেসবুক পেজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়- এই প্রতিষ্ঠানটি সভা, সেমিনার, পাঠচক্র, জাতীয় দিবস উৎযাপন, বিশিষ্ট লেখকদের জন্ম-মৃত্যু দিবস পালন; বৃহত্তর ফরিদপুরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, আঞ্চলিক ভাষা, লোকসাহিত্য, সঙ্গীত, নৃত্যকলা  বিষয়ক গবেষণা; সাহিত্য পত্রিকা, গবেষণাপত্র ও বই প্রকাশ; আর্কাইভ ভবন নির্মাণে উদ্যোগ গ্রহণসহ কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে অন্যান্য কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করবে।

Logo